খুলশী থানার অভিযানে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেফতার ০২ জন।





আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
     
সিএমপি খুলশী থানার অভিযানে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেফতার ০২ জন।গত ০৮/০৫/২০২২ ইং রাত অনুমান ১০:১৫ ঘটিকা হতে ০৯/০৫/২০২২ ইং রাত অনুমান ০৮:৩০ ঘটিকার মধ্যেবর্তী সময়ে অজ্ঞাতনামা চোরেরা খুলশী থানাধীন হাজী নুর আহমদ সড়কস্থ আলফালাহ্ গলি থেকে  বাদীর শয়নকক্ষের পূর্ব পাশের জানালার গ্রীল কেটে ঘরে থাকা ষ্টিলের ও কাঠের কেবিনেট ভেঙ্গে ২৮.৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী  সিএমপির খুলশী থানার মামলা নং- ১২, তারিখ- ১২/০৫/২০২২  খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড- ১৮৬০ রুজু করেন। 

      মামলার প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (বায়েজীদ বোস্তামী জোন) মহোদয়ের নেতৃত্বে ১৩/০৯/২০২২ ইং সংগীয় এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ নূরুল আলম, এসআই(নিরস্ত্র)/আবু হাসনাত মিশু,এএসআই(নিরস্ত্র)/ সোহেল আহমেদ, এএসআই(নিরস্ত্র)/রাজীবসহ নগরীর  বিভিন্ন জায়গায়  অভিযান পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন আজাদ (৩৭) ও মোঃ হোসেন (৩৩) দ্বয়কে  আটক করেন। এই সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে  চোরাইকৃত নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। 

উল্লেখ্য ধৃত ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংঘটিত করে থাকে। 

সিডিএমএস পর্যালোচনা করে ধৃত  মোঃ ইসমাইল হোসেন আজাদ (৩৭) এর বিরুদ্ধে- ১। সিএমপি এর ডবলমুরিং মডেল থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০২ আগস্ট, ২০১৬; ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ১৯(১) এর ৯(খ)/২৫, ২। সিএমপি এর খুলশী থানার, এফআইআর নং-২০/২১৪, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০১৭; ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ১৯(১) এর ৯(খ), ৩। সিএমপি এর খুলশী থানার মামলা নং- ১৩, তারিখ- ১৫/০৭/২০২২ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ৪। সিএমপি এর চান্দগাঁও থানার মামলা নং- ১০, তারিখ- ১০/০৫/২০২২ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ৫। সিএমপি এর খুলশী থানার মামলা নং- ২৩, তারিখ- ২৪/০২/২০১৮ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ১৯(১) এর ৯(খ)/২৫, ৬। সিএমপি এর খুলশী থানার মামলা নং- ০২, তারিখ- ০১/০৬/২০১৭ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ১৯(১) এর ৯(খ)/২৫, ৭। সিএমপি এর খুলশী থানার মামলা নং- ১৯, তারিখ- ২৪/০৪/২০১৭ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ১৯(১) এর ৯(খ)/২৫, ৮। সিএমপি এর খুলশী থানার মামলা নং- ০২, তারিখ- ০১/০৪/২০১৬ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ১৯(১) এর ১(খ) মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.