চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
সিএমপির খুলশী থানাধীন আক্তারুজ্জামান ফ্লাইওভারের তার চুরির ঘটনায় গ্রেফতার ০২ জন।গত ২৪/০৮/২০২২ তারিখ দিবাগত রাত অনুমান ০১.০০ ঘটিকা হতে সকাল অনুমান ০৫:০০ ঘটিকার মধ্যেবর্তী সময়ে খুলশী থানাধীন আক্তারুজ্জামান ফ্লাইওভারের লালখান বাজার হতে দামপাড়া বাস কাউন্টার পর্যন্ত অংশের প্রায় ৮০০(আটশত) মিটার এলইডি বাতির তার অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী খুলশী থানার মামলা নং- ০৭, তারিখ-০৭/০৯/২০২২ইং, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করেন।
মামলার প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (বায়েজীদ বোস্তামী জোন) মহোদয়ের নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/আবু হাসনাত মিশু সঙ্গীয় এএসআই(নিরস্ত্র)/ সোহেল আহমেদ, এএসআই(নিরস্ত্র)/রাজীব দে সহ ১২/০৯/২০২২ ইং নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে (১) মেহেদী হাসান হৃদয় প্রঃ আল-আমিন (২২), (২) মোঃ তাজুল ইসলাম প্রঃ নিপু (৩০)দ্বয়কে ১। ০১টি নীল রঙের আর-ই ফ্রেম ব্লেড সহ, যাহা লম্বায় ১৭ ইি ০৬ সুতা, ধারালো ব্লেড যাহা লম্বায় ১২ ইি ০২ সুতা, যাহার ফ্রেমের উপর ইংরেজী বড় হাতের অক্ষরে ঔঅঝওগ লিখা আছে। ২। ০১টি হলুদ ও নীল রঙের হাতল বিশিষ্ট কাটার প্লাস, যাহা লম্বায় ০৭ ইি ০৩ সুতা, ৩। ০১টি আর-ই ব্লেড, যাহা লম্বায় ১০ইি ০২ সুতা, যাহার একপাশে লাল কসটেপ মোড়ানো, ৪। ০১টি আর-ই ব্লেড, যাহা লম্বায় ৯ইি ০৬ সুতা ৫। তামার তার ভর্তি ০১টি কমলা রঙের মাঝারি আকারের ড্রাম, যাহার ওজন ১৮(আঠার) কেজি ৫০০ গ্রাম সহ আটক করেন।

