আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড় এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ১৮ জনকে আটক করেছে গোয়েন্দা (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ বান্ডিল তাস ও ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আবদুল করিম (৫৫), সুমন দাশ (৩২), রফিক আহম্মদ (৫২), মো. নিরব (৩৫), জামশেদুর রহমান (৫৯), আবু বক্কর (৪০), সোবহান (৪৫), মো. শাহজাহান (৩২), খোরশেদ আলম (৫০), মো. ইব্রাহীম (৩৮), জসিম উদ্দিন (৪২), ইমাম হোসেন (৪০), মো. জাহেদ (৩৯), মো. আবু তৈয়ব (২৪), কামাল হোসেন (৫৫), সোহেল রানা (৪০), সবুর হোসেন (৩৪) ও মো. আরিফ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘির পাড় এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ বান্ডিল তাস ও ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

