শনিবার থেকে পরবর্তী চারদিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী চারদিন অর্থাৎ ৩, ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর, মোহরা, পটিয়া, কালুরঘাটের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
৩ সেপ্টেম্বর ২০২২ (শনিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০৪ নং ফিডার এর আওতায় মধ্যম রামপুর, ঈদগা, বরফকল, বড়পুকুরপাড়, কেতুরা মসজিদ, সোনাশাহ মাজার, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, তাসফিয়া বসুন্ধরা ০৮ ও ০৫নং রোড ।
সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন কালুরঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কালুরঘাট-১০ নং ফিডার এর আওতায় সাধুপাড়া।
৪ সেপ্টেম্বর ২০২২ (রবিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০২নং ফিডার এর আওতায় জ-ব্লক, বড়পোল, নতুনপাড়া, মইন্যাপাড়া, সিএসডি গোডাউন, সুলতান আহাম্মদ ব্যারিস্টার প্রকল্প, আর্টিলারী কাঁচা বাজার, নাথপাড়া, আব্বাসপাড়া, মহিলা পলিটেকনিকেল কলেজ বড়পোল হতে মহিলা পলিটেকনিক রোড।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভি মোহরা-১১ নং ফিডার এর আওতায় ওয়াপদা কলোনি রোড।
সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মুরাদপুর-১০নং ফিডার এর আওতায় পশ্চিম ফরিদাপাড়া।
৫ সেপ্টেম্বর ২০২২ (সোমবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০২নং ফিডার এর আওতায় জ-ব্লক, বড়পোল, নতুনপাড়া, মইন্যাপাড়া, সিএসডি গোডাউন, সুলতান আহাম্মদ ব্যারিস্টার প্রকল্প, আর্টিলারী কাঁচাবাজার, নাথপাড়া, আব্বাসপাড়া, মহিলা পলিটেকনিকেল কলেজ, বড়পোল হতে মহিলা পলিটেকনিক রোড।
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভি অনন্যা-১০ নং ফিডার এর আওতায় কুয়াইশ কলেজ রোড।
সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মুরাদপুর-০৪ নং ফিডার এর আওতায় তৈয়ব শাহ গায়েবী মসজিদের গলি এবং মোবারক আলী রোড খতিবের হাট।
৬ সেপ্টেম্বর ২০২২ (মঙ্গলবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরা এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০৪ নং ফিডার এর আওতায় মধ্যম রামপুর, ঈদগা, বরফকল, বড়পুকুরপাড়, কেতুরা মসজিদ, সোনাশাহ মাজার, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, তাসফিয়া মোড়।
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভি মোহরা-১১ নং ফিডার এর আওতায় ওয়াপদা কলোনী রোড।
সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন কালুরঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কালুরঘাট-১০ নং ফিডার এর আওতায় জামালখান চৌধুরী রোড।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

