শনিবার থেকে চারদিন চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না




চট্টগ্রাম মহানগর প্রতিনিধি   

শনিবার থেকে পরবর্তী চারদিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী চারদিন অর্থাৎ ৩, ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর, মোহরা, পটিয়া, কালুরঘাটের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
৩ সেপ্টেম্বর ২০২২ (শনিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০৪ নং ফিডার এর আওতায় মধ্যম রামপুর, ঈদগা, বরফকল, বড়পুকুরপাড়, কেতুরা মসজিদ, সোনাশাহ মাজার, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, তাসফিয়া বসুন্ধরা ০৮ ও ০৫নং রোড ।

সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন কালুরঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কালুরঘাট-১০ নং ফিডার এর আওতায় সাধুপাড়া।

৪ সেপ্টেম্বর ২০২২ (রবিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০২নং ফিডার এর আওতায় জ-ব্লক, বড়পোল, নতুনপাড়া, মইন্যাপাড়া, সিএসডি গোডাউন, সুলতান আহাম্মদ ব্যারিস্টার প্রকল্প, আর্টিলারী কাঁচা বাজার, নাথপাড়া, আব্বাসপাড়া, মহিলা পলিটেকনিকেল কলেজ বড়পোল হতে মহিলা পলিটেকনিক রোড।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ-পটিয়া এর আওতাধীন শিকলবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।

সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভি মোহরা-১১ নং ফিডার এর আওতায় ওয়াপদা কলোনি রোড।

সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মুরাদপুর-১০নং ফিডার এর আওতায় পশ্চিম ফরিদাপাড়া।

৫ সেপ্টেম্বর ২০২২ (সোমবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০২নং ফিডার এর আওতায় জ-ব্লক, বড়পোল, নতুনপাড়া, মইন্যাপাড়া, সিএসডি গোডাউন, সুলতান আহাম্মদ ব্যারিস্টার প্রকল্প, আর্টিলারী কাঁচাবাজার, নাথপাড়া, আব্বাসপাড়া, মহিলা পলিটেকনিকেল কলেজ, বড়পোল হতে মহিলা পলিটেকনিক রোড।

সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভি অনন্যা-১০ নং ফিডার এর আওতায় কুয়াইশ কলেজ রোড।

সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মুরাদপুর-০৪ নং ফিডার এর আওতায় তৈয়ব শাহ গায়েবী মসজিদের গলি এবং মোবারক আলী রোড খতিবের হাট।

৬ সেপ্টেম্বর ২০২২ (মঙ্গলবার)
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরা এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০৪ নং ফিডার এর আওতায় মধ্যম রামপুর, ঈদগা, বরফকল, বড়পুকুরপাড়, কেতুরা মসজিদ, সোনাশাহ মাজার, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, তাসফিয়া মোড়।

সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভি মোহরা-১১ নং ফিডার এর আওতায় ওয়াপদা কলোনী রোড।

সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন কালুরঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কালুরঘাট-১০ নং ফিডার এর আওতায় জামালখান চৌধুরী রোড।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.