চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
জনাব রোকন উদ্দিন মোঃ আল মামুন(৩৯) ইউনাইটেড ফাইন্যান্স নামক আর্থিক প্রতিষ্ঠানের কক্সবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার। তিনি ০১/০৯/২০২২ খ্রিঃ ১৭ঃ৩০ ঘটিকায় তার ল্যাপটপ ব্যাগসহ এয়ারপোর্ট হতে সিএনজি যোগে বহদ্দারহাটের উদ্দেশ্যে রওয়ানা করেন। বিশেষ কাজে তিনি ১৮ঃ৪৫ ঘটিকায় চকবাজার থানাধীন তেলীপট্টি নামক স্থানে এসে ভুলঃবশত তার উক্ত ব্যাগটি সিএনজিতে রাখে নেমে যান। অল্প কিছুক্ষন পর জনাব রোকন উদ্দিন বুঝতে পারেন যে, তিনি ল্যাপটপ সহ তার ব্যাগটি সিএনজিতে রেখে এসেছেন। তিনি দ্রুত যেখানে সিএনজি থেকে নেমেছেন সেখানে যান, কিন্তুু ততক্ষনে সিএনজিটি লাপাত্তা। জনাব রোকন উদ্দিন হন্তদন্ত হয়ে চকবাজার থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানালে সংশ্লিষ্ট এলাকার টহল টিমের ইনচার্জ এস আই/ ফারুকুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
নগরীর চকবাজার থানার এস আই/ ফারুক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজিটির নাম্বার সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে এস আই/ ফারুক আমার গাড়ী নিরাপদ ডাটাবেইজের সহায়তায় গাড়ীর মালিক ও চালকের তথ্য সংগ্রহ করে রোকন উদ্দিন সাহেবের ব্যাগসহ ল্যাপটপটি উদ্ধার করে রোকন উদ্দিন সাহেবের নিকট ফিরিয়ে দেন।

