চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
সিএমপি- বিদ্যানন্দ, এক টাকায় কেনার আনন্দ" কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।
সমাজের নিম্নবিত্ত ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে সিএমপি এবং সেচ্চাসেবী সংগঠন বিদ্যানন্দের যৌথ উদ্যোগে নগরীর বাকলিয়া থানাধীন রাজবাড়ি কনভেনশন সেন্টারে উদ্ধোধন করা হল ৪ টাকায় সোয়াবিন তৈল কিংবা ১ টাকায় চাল বিক্রির কার্যক্রম। এই কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বিক্রয় কর্মী হয়ে নিম্নবিত্ত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

