সিএমপি কর্ণফুলী থানার অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি টিপছোরা, ০১টি চাকু ও ছিনতাইকৃত ০৪ কার্টুন বিস্কুটসহ আটক ০৪ জন।



আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
     
সিএমপি কর্ণফুলী থানার এসআই (নিঃ) মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সংগীয় ফোর্সের সহায়তায়  ০৭/৯/২০২২  খ্রিঃ নগরীর কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ মফিজ (১৯), ০২। মোঃ নুর নবী (৪০), ০৩। আরিফুল ইসলাম (২৩), ০৪। মোঃ জাবেদ প্রঃ আকাশ নাথ (২৩) দেরকে  আটক করেন।  আটককৃত ব্যক্তির দেওয়া  স্বীকারোক্তি মোতাবেক ছিনতাইকৃত ০৪ কার্টুন বিস্কুট এবং ছিনতাই  কাজে  ব্যবহৃত ০১ টি সিএনজি উদ্ধার পূর্বক ধৃত ব্যক্তিদের দখল থেকে  ও ০১টি চাকু  এবং ০১টি টিপছোরা উদ্ধার করেন।


উল্লেখ্য ছিনতাইয়ের স্বীকার ভিকটিম  মোঃ আবদুল্লাহ আল নোমান(২৮) বাদী হয়ে কর্ণফুলী থানার মামলা নং-১৩, তারিখ-০৭/৯/২০২২খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.