আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম জিইসি মোড়। চট্টগ্রাম নগরীর অত্যন্ত ব্যস্ততম স্থান। এই মোড় দিয়েই ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলমুখী সবধরনের যানবাহন চলাচল করে থাকে। প্রতিদিন হাজারেরও বেশি যানবাহন চলাচল করে এ মোড় হয়ে। ব্যস্ততার তুলনায় সড়কটি অনেকটা সংকুচিত। তার উপর সড়কের অর্ধেক অংশ দখল করে আছে হকারদের ভ্রাম্যমাণ ভ্যান।
এই মোড় থেকে পশ্চিমমুখী জাকির হোসেন সড়কের ঝাউতলা রেল ক্রসিং পর্যন্ত এক কিলোমিটার এলাকার ফুটপাতের নালার উপরে বিভিন্ন অংশের স্ল্যাব ভাঙা ও অসমতল। পথচারীদের ফুটপাত দিয়ে সাচ্ছন্দ্যে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। কয়েকটি স্থানে গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। পা পিছলে পড়ে দুর্ঘটনাও ঘটছে কখনও কখনও।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, প্রায় ২০ বছর আগে নির্মাণ করা ফুটপাতের অধিকাংশ স্থানে ভেঙে গেছে স্ল্যাব। বেশ কিছু বহুতল বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো ফুটপাত কেটে নির্মাণ করেছে চলাচলের পথ ও পার্কিংয়ের স্থান। জিইসির মোড় থেকে এ কে খানমুখী সড়কটি পেরিয়ে সামনে যেতেই হাতের বামে বাগমনিরাম ওয়ার্ডের জিইসি কনভেনশন সেন্টারের পাশেই সড়কের অর্ধেক অংশ দখল করে আছে সারি সারি ভ্রাম্যমাণ ভ্যান গাড়ি। বিক্রি করা হচ্ছে নানা পণ্য সামগ্রী। জানতে চাইলে বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন জানান, এসব হকারদের শিগগিরই উচ্ছেদ করা হবে।
জাকির হোসেন সড়কের পশ্চিমমুখী ফুটপাত পেরিয়ে একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়েছে ফুটপাতের কয়েকটি স্ল্যাব নেই। পথচারীদের সতর্ক করতে ভাঙা স্ল্যাবে টাঙিয়ে দেয়া হয়েছে লাল পতাকা। সরকারি মহিলা কলেজ মোড়ের লাগোয়া ডানপাশে কোন ফুটপাত নেই। দখল করে তৈরি করা হয়েছে দোকান। বাধ্য হয়ে তাই রাস্তা দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। মহিলা কলেজ মোড় পেরিয়ে একটু সামনেই একটি আবাসিক এলাকা। এর প্রবেশ মুখের পাশেই নির্মিত বহুতল ভবনের সামনের ফুটপাত কেটে পার্কিং টাইলস লাগানোর কাজ চলছে। আরেকটু সামনে যেতেই ফুটপাত কেটে উচুঁ করে নির্মাণ করা হয়েছে চলাচলের পথ।
খুলশী তিন নম্বর সড়ক পাশেই নগর পুলিশের সদর জোনের উপ-কমিশনারের বাসভবন। ভবনের প্রবেশমুখের পরে আর কোন ফুটপাতই নেই। উন্মুক্ত নালা ভরে আছে ময়লা আবর্জনায়। এর আগেই আরেকটি বহুতল ভবনের সামনে ফুটপাত দখল করে ইটের গাঁথুনি দিয়ে তৈরি করা হয়েছে সৌন্দর্যবর্ধনের স্থান।
খুলশী থানার পার হয়ে ঝাউতলা ক্রসিংয়ে চোখে পড়বে মানুষ আর যানবাহনের জটলা। কারণ সেখানে বেশ কয়েকমাস ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট। বাম পাশে কালভার্ট নির্মাণের পর কিছু কাজ অসম্পূর্ণ রেখেই কাটা হয়েছে ডান পাশের অংশ। যে কারণে অর্ধনির্মিত কালভার্টের উপরের ইট সলিন রাস্তা দিয়ে উভয় পাশের যানবাহন চলাচল করছে। যে কারণে ব্যস্ততম জাকির হোসেন সড়কের আলোচ্য অংশটিতে যানজট লেগেই আছে।
হকারের দখলে ফুটপাত ও সড়ক, স্ল্যাব ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠা ফুটপাত ও ফুটপাত দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের ইচ্ছেমতো গাড়ি পার্কিংয়ের স্থান তৈরি প্রসঙ্গে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম জানান, জিইসির মোড় থেকে ঝাউতলা ক্রসিং পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় ফুটপাতে কোন হকার নেই।
তিনি বলেন, ওই এলাকার ফুটপাত নির্মাণ করা হয়েছে প্রায় ২০ বছর আগে। অনেকস্থানে স্ল্যাব ভেঙে যাওয়ায় ফুটপাতই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তা ঠিক। খুলশী থানা থেকে মহিলা কলেজ মোড় পর্যন্ত ফুটপাতটি টেন্ডারের প্রক্রিয়ায় আছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই ফুটপাতটি নতুন করে নির্মাণ করা হবে বলে জানান মোরশেদ আলম।

