আবদুল করিম
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মো: সোনাহর আলীর তত্বাবধানে, টিম নং-৩৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ০৩/০৮/২০২৩ খ্রিঃ নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুবিগেইট সংলগ্ন পিএইচপি অক্সিজেন স্পোর্টস জোনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি অ্যাম্বুলেন্স এর ভিতরে থেকে মোঃ হানিফ প্র: পলাশ, মোঃ দিদারুল আলম প্র: লিমন ও আইনের সহিত সংঘাতে জড়িত এক কিশোরকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা ও আইনের সহিত সংঘাতে জড়িত কিশোর জানায় যে তারা উক্ত ফেন্সিডিলগুলো ফেনী জেলার পরশুরাম থানার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে কমদামে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে এনে বিক্রি করার উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থল দিয়ে অ্যাম্বুলেন্সে শহরে প্রবেশ করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।


