প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম- সাজ্জাদ হোসেন খান।




মিজানুর রহমান মিলন, 
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

যে কোনো জাতির উন্নতির জন্যই শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার ভিষন বাস্তবায়ন হবে। ০৪ আগষ্ট ২০২৩ খ্রিঃ আরডিএ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে সকাল ১১ ঘটিকায় ICT4E ফোরাম বগুড়া আয়োজিত মাসিক সমন্বয় সভায় a2i এ সংযুক্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান আরো বলেন বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন এবং   যুগোপযোগী করার লক্ষ্যে গৃহীত হয়েছে নতুন শিক্ষাক্রম। নতুন এ শিক্ষাক্রমে অভিজ্ঞতার মাধ্যমে শিখবে মুল্যায়ন নিরুপন হবে যোজ্ঞতায়। গতানুগতিক মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার প্রচলিত মাধ্যম থেকে বেরিয়ে এসে এ শিক্ষাক্রম শিক্ষার্থীদের অভিজ্ঞতাভিত্তিক বাস্তবধর্মী শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সাহায্য করবে। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক না থাকলে এ শিক্ষাক্রমও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। একজন সুন্দর মানুষ হতে এবং একটি মননশীল জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর, আলোকিত মানুষ। শিক্ষাক্রমের এ পরিবর্তনের হাত ধরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সমৃদ্ধ ও বাস্তবমুখী হবে যা দক্ষ  শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে সম্ভব। 
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরাম বগুড়া সভাপতি জনাব আব্দুল বাতেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জনাব জুলফিকার আলী। নতুন কারিকুলাম অনুযায়ি শিক্ষার্থী মুল্যায়নের উপর ট্রেনিং সেসন পরিচালনা করেন জনাব মোস্তাফিজার রহমান ও মোঃ আতিকুর রহমান। ট্রান্সক্রিপ্ট সফটওয়ার নিয়ে আলোচনা করেন মোঃ নুরুল ইসলাম। ICT4E ফোরাম অ্যাম্বাসেডরে মধ্যে হতে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শেণী শিক্ষকদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। জনাব রতন বসাকের সঞ্চালনায় প্রানবন্ত সভায় বগুড়া জেলায় নির্বাচিত সকল অ্যাম্বাসেডর শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.