ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন চমক তানভীর সোহেল




 মো: আক্তার হোসেন 

সুনামগঞ্জের ছাতকে আসন্ন ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোয়ন প্রত্যাশি সাবেক ছাত্র নেতা তানভীর সোহেল। তিনি ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের মরহুম মাষ্টার আব্দুর রাজ্জাক এর নাতি ও হাজী মো. বাদশা মিয়ার ছেলে। তানভীর সোহেল কলেজ অফ টেকনোলোজি লন্ডন থেকে বি এ অনার্স বিজনেস মেনেজমেন্ট তিন বছর মেয়াদে সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। 
জানা যায়, তানভীর সোহেল বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। এক সময়ে ক্রিকেটার ও ব্যাডমিন্টন খেলোয়ার হিসাবে তরণ প্রজন্মের নিকট প্রিয় মো. তানভীর সোহেল নামে তিনি পরিচিতি লাভ করেন। খেলাধুলার পাশা-পাশি দলের ক্লান্তি লঘনে ও জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে দলের একনিষ্ট কর্মী হিসাবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন সাবেক এই ছাত্রনেতা। বর্তমানে তিনি গোবিন্দগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্টান পরিচালনার পাশা-পাশি রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে সমপৃক্ত রেখেছেন। নির্বাচনী এলাকায় গ্রামে গ্রামে গিয়ে মতবিনময় সভা ও সম্ভাব্য প্রার্থীতা জানান দিচ্ছেন।
এ বিষয়ে তানভীর সোহেল বলেন, মানুষের সেবা করার ভ্রত নিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কনিষ্ট কর্মী হিসাবে কাজ করে আসছি।  দলের ক্লান্তি লঘনে সব সময় অগ্রভাগে থেকেিেছ। ছৈলা-আফজালাবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নিয়ে কাজ করছি। দলীয় মনোনয়ন পেলে অবশ্যই আমি নির্বাচনে অংশ গ্রহন করবো।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.