চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
সিএমপি (ডিবি-পশ্চিম ও বন্দর ) উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদ রানার সার্বিক তত্তাবধানে টিম নং- ৫১ এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ কেপায়েত উল্লাহ, পিপিএম সঙ্গীয় এএসআই/সুজন চন্দ্র রায়, কং/২৩৩৮ মোঃ আজাদ রহমান, কং/২৭৪২ মোঃ আব্দুল খালেক, কং/১৩৫০ মোঃ ওমর ফারুক, কং/৫৬৯৩ তারেক বিন আজিজ, কং/৩২৬২ মোঃ আব্দুল আলীমসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৭/০৮/২০২২ ইং চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এফআইডিসি রোড থেকে ০৩ টি চোরাইকৃত সিএনজি অটোরিক্সাসহ ১) মোঃ রবিউল ইসলাম(৩১), ২) মোঃ আব্দুল জলিল প্রঃ জাবেদ(৩৩), ৩) মোঃ বাচ্চু মিয়া( ৩৫) ও (৪) মোঃ আলী হোসেন(৪১) কে ০৩(তিন) টি চোরাইকৃত সিএনজি অটোরিক্সা’সহ গ্রেফতার করেন।

