চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে অদ্য ৩১ আগস্ট, ২০২২ খ্রিঃ বুধবার ১৫ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জনাব রেজাউল করিম চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
সভায় উপস্থিত বক্তব্যে আমন্ত্রিত অতিথিরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। এসময় বক্তারা ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের অবদান তুলে ধরেন।

